Programming Hero


বাংলায় ওয়েব ডেভেলপমেন্ট শেখার রিসোর্স

Published July 31, 2023
Web Development Resource By Programming Hero

photo source: pexel

ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য বিগিনারদের অনেকেই ভালো রিসোর্স খুজেন কিন্তু লাখো রিসোর্সের ভিরে হারিয়ে যায় তাই আজকের আর্টিকেলে আলোচনা করবো বাংলা ওয়েব ডেভেলপমেন্ট শেখার কিছু রিসোর্স নিয়ে

১. Anisul Islam

কেউ ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাইলে আমি অনায়াসেই এই চ্যানেলের কথা বলি। এইটা একটা খনি। আর এইটার আনিসুল ইসলাম ভাই একজন অমানুষ। উনি HTML, CSS, bootstrap, javascript, React, Node ই শুধু না। পাইথন, এন্ড্রয়েড, কম্পিউটার সায়েন্সের বেসিক, জাভা, C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উপরে ১৬০০+ ভিডিও চ্যানেলে দিয়ে রাখছেন। এতো অমানবিক শ্রম দিয়ে এতো ভ্যারাইটি টপিক এর বাংলায় কোয়ালিটি কনটেন্ট খুব কমl

 

কম্পলিট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স

কোর্স আউটলাইনে যা যা পাচ্ছেন:

  • ফুল কোর্স ৫-৬ মাসের কোর্স ও ১৩ টি এসাইনমেন্ট।
  • ৮০+ আপডেটেড মডিউল।
  • দিনে ৩ বেলা লাইভ সাপোর্ট সেশন
  • কোর্স শেষে জবপ্লেসমেন্ট সাপোর্ট ও ইন্টারভিউ গাইডলাইন

 

২. Stack Learner

কোন টপিকের ভাজা করে কড়া কড়া কুড়মুড়ে করার কনটেন্ট যদি খোঁজ। তাহলে আমি বলি Stack Learner এর ইউটিউব চ্যালেনের করা। ওরা জাভাস্ক্রিপ্ট এর Array নিয়েই ৬৮ টা ভিডিও আপলোড করে ফেলছে। এর অর্ধেক জিনিসও যদি আমি জানতাম। আমি কবেই ভালো ডেভেলপার হই যেতাম। শুধু array না। তাদের চ্যানেলে JS All You Need to Know নিয়ে ২৪৪ টা ভিডিও। এইটা সম্ভবত ওদের প্রিমিয়াম কোর্স ছিল। সেটাও সবার জন্য উম্মুক্ত করে দিছে। এমনকি Dive Into NodeJS ও খুবই গুছানো।

৩. Learn with Sumit

অন্যদের তুলনায় এই চ্যানেল বয়সে কম। তবে সম্ভবনা বেশি। বিশেষ করে Node.js নিয়ে একটি ছোট্ট গল্প বা Node.js কি & কিভাবে কাজ করে? এই রকম দুইটা ভিডিও দেখেলেই বুঝে ফেলবে ছোট হলেও ভিতরে জিনিস আছে। এছাড়াও Think in a React way সিরিজের বেশ কয়েকটি ভিডিও আমার কাছে খুবই চমৎকার লাগে।

৪. Rabbil Hasan

এই চ্যানেলের জিনিসগুলো অনেক গুছিয়েই আসতেছে। React, নোড রিলেটেড ভালো কিছু টিউটোরিয়াল আছে। এছাড়া মোবাইল এপ্লিকেশন, সফটওয়ার রিলাটেড গাইডলাইন ও রয়েছে এই চ্যানেলে।

৫. JS Bangladesh

ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড বাংলায় খুব বেশি বই চোখে পড়ে না। তবে দুইটা রিসেন্ট বইয়ের কথা না বললেই ১. হাতে কলমে জাভাস্ক্রিপ্ট by জুনায়েদ আহমেদএকদম শূন্য থেকে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপাতত বেস্ট বই হচ্ছে এটা। কেউ যদি ওয়েব ডেভেলপার হওয়ার উদ্দেশ্যে জাভাস্ক্রিপ্ট শিখতে চায় তাহলে সে এই বই দিয়ে শুরু করতে পারে। বইটা চাইলে রকমারি থেকে সংগ্রহ করতে পারো। আর ফ্রি পড়তে চাইলে জুনায়েদ এর ওয়েবসাইট থেকে ফ্রি ফ্রি শিখে ফেলতে পারো

৬. ওয়েব ডেভেলপমেন্ট শেখার বাংলা বই

book for web development

ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড বাংলায় খুব বেশি বই চোখে পড়ে না। তবে দুইটা রিসেন্ট বইয়ের কথা না বললেই 

১. হাতে কলমে জাভাস্ক্রিপ্ট by জুনায়েদ আহমেদ

একদম শূন্য থেকে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপাতত বেস্ট বই হচ্ছে এটা। কেউ যদি ওয়েব ডেভেলপার হওয়ার উদ্দেশ্যে জাভাস্ক্রিপ্ট শিখতে চায় তাহলে সে এই বই দিয়ে শুরু করতে পারে। বইটা চাইলে রকমারি থেকে সংগ্রহ করতে পারো। আর ফ্রি পড়তে চাইলে জুনায়েদ এর ওয়েবসাইট থেকে ফ্রি ফ্রি শিখে ফেলতে পারো।

২. ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট by এইচ এম নাঈম

Stack Learner এর CEO নাঈমের লেখা বই। বইটা পড়ে বিস্তারিত একটা রিভিউ লেখার ইচ্ছা ছিল। কিন্তু রিসেন্ট বাবা হওয়ায় বাচ্চার কান্নার ইন্টারপ্রেট করতেই একটু সময় লেগে যাচ্ছে। তাই বইটা পড়তে আরেকটু সময় লাগবে। তবে আমি রিকমেন্ড করবো নিচের লিংকে গিয়ে বইয়ের আউটলাইন দেখো। আর বইটার পুরান ভার্সন চাইলে লাইব্রেরীতে খুজ নিতে পারো।

আর ইংরেজিতে ওয়েব ডেভেলপমেন্ট শেখার কথা বললে আমি চোখ বন্ধ করে freecodecamp.org এর কথা বলে দেই