আমরা কৌতূহলী, তাই মনে নানা প্রশ্ন আসাটাই স্বাভাবিক। অনেক সময় প্রশ্নগুলো এমন হয়, যা আমাদের জীবন, ক্যারিয়ার, বা বিশ্বাসকে ঘিরে থাকে। যেমন, আমাদের রিজিক যদি পূর্ব নির্ধারিত হয়, তাহলে কেন আমরা এত পরিশ্রম করেও সেটা অর্জন করতে পারি না? 🤔 ক্যারিয়ার নিয়ে বড় বড় পরিকল্পনা করি, কিন্তু কেন সেগুলোর সাথে স্ট্রিক্ট থাকতে পারি না? বারবার চেষ্টা করেও যখন ব্যর্থ হই, তখন হতাশা ঘিরে ধরে। তবে কি এই হতাশা কাটিয়ে ওঠার আর কোনো উপায় নেই? 😟 আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যখন বান্দার দোয়া কবুল করেন, তাহলে কেন আমি বারবার দোয়া করেও আমার কাঙ্ক্ষিত জিনিস পাই না? তাহলে আল্লাহ তায়ালা কীভাবে দোয়া কবুল করেন? 🙏 আর যদি আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদাত হয়, তাহলে কি আমি ক্যারিয়ার, দুনিয়া সবকিছু ছেড়ে শুধু ইবাদাতে জীবন কাটিয়ে দেবো? ইসলাম কি ক্যারিয়ার গড়তে কোনো বাধা দেয়? কিংবা অর্থ উপার্জনের চিন্তা ত্যাগ করতে বলে? 💼 আর বাবা-মায়েরা সন্তানের প্রতি অগাধ ভালোবাসা থেকে অনেক কিছু করে থাকেন। নিজেরা কষ্ট সহ্য করেন, কিন্তু সন্তানদের কোনো কষ্ট পেতে দেন না। তবে, এই এপ্রোচ কি সন্তানদের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলে? 🤔 এ ছাড়া সময় ব্যবস্থাপনা, প্রোডাক্টিভিটি এবং জীবনের লক্ষ্য নিয়ে আমাদের সমাজে প্রচুর আলোচনা হয়। আজকের এপিসোডে Sharif (OPU) ABU HAYAT (Founder & CMO, SHOROBOR) এ বিষয়গুলো নিয়েই কথা বলেছেন। ⏳🎯
কী কী টপিক কভার করা হয়েছে?
রিজিক যেহেতু নির্ধারীত তাহলে আমরা কেন এতো কষ্ট করবো?
অনেক চেষ্টা করার পরও কেন সব সময় কেন প্রত্যাশিত ফলাফল পাওয়া যায় না?
অতিথির পরিচয়?
ইসলাম পালন করলে কী ক্যারিয়ার, টাকা পয়সা এইসব ছেড়ে হয়?
যারা ইসলাম পালন করে তারা হালাল হারাম বিবেচনায় ডিজিটাল স্কিল শিখতে পারবে কীনা?
ক্যারিয়ার গোল থাকার পরও কেন আমরা সেটায় স্ট্রিক্ট থাকতে পারি না, ডিস্ট্রাক্টেড হয়ে যায়?
বাবা মা কষ্ট করবে সন্তানদের কষ্ট করতে দিবে না, এই মানসিকতা কী সন্তানদের জন্য ক্ষতিকর?
মুসলিম হিসেবে আমি কী আন-প্রোডাক্টিভ লাইভ লিড করতে পারি?
একজন মুসলিম হিসেবে আমাদের লাইফের পারপাস কী?
ইসলামের কথা প্রচার করাও কী ইবাদতের মধ্যে অন্তর্ভূক্ত?
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা কাছে আমারা কীভাবে কোন জিনিস চাইবো?
ডিপ্রেশান, টাইম ম্যানেজমেন্ট এগুলো কীভাবে ম্যানেজ করবো?
Leave a Reply
You must be logged in to post a comment.